কেউ যদি মাগরিবের ফরজ সালাত শেষ হওয়ার পর। এমন কি মুনাজাত ও শেষ এ সময় কয়েক জন ব্যাক্তি যদি আকামাত না দিয়ে তারা নামাজ আদায় করে এমতাবস্থায় তাদের সালাত হওয়ার সম্ভাবনা কত টুকু, ,,, হাদিসের আলোকে ব্যাখা দিবেন (প্লিজ)
শেয়ার করুন বন্ধুর সাথে
Call

ইকামত নামাযের ওয়াজিব বিষয়াবলীর মধ্যে গণ্য নয়। তাই কয়েক জন ব্যাক্তি যদি ইকামত না দিয়েও তারা নামায আদায় করে এমতাবস্থায় তাদের নামায হয়ে যাবে। তবে নামাযের পূর্বে ইকামতের অনেক গুরুত্ব ও ফজিলত রয়েছে তা থেকে বঞ্চিত হবে। মসজিদের নির্ধারিত ইমামের ইমামতিতে জামাআত শেষ হয়ে যাওয়ার পর জামাআত হওয়ার মত লোক মসজিদে এলে জামাআতের ফযীলত নেওয়ার উদ্দেশ্যে তাদের দ্বিতীয় জামাআত করা বৈধ। কোন মসজিদে একবার জামা'আত হওয়ার পর পুনরায় সেখানে জামাআত করা প্রসঙ্গেঃ আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সালাত আদায়ের পর জনৈক ব্যক্তি মসজিদে নাবীতে এল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ছওয়াব লাভের ব্যবসা করতে চাও? তখন এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তাঁর সাথে সালাত আদায় করল। (সূনান তিরমিজী, হাদিস নম্বরঃ ২২০ হাদিসের মানঃ সহিহ) হযরত আনাস (রাঃ) এক মসজিদে এলেন। দেখলেন, সেখানে জামাআত হয়ে গেছে। তিনি সেখানে আযান-ইকামত দিয়ে জামাআত সহকারে নামায আদায় করলেন। (বুখারী, ফাতহুল বারী, ইবনে হাজার ২/১৫৪)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ