Share with your friends
যে সকল বিক্রিয়ক পদার্থ ইলেকট্রণ ত্যাগ করে তাদেরকে বিজারক বলে। এখানে Cl-, O2-, Fl- মৌলগুলি ইলেকট্রণ গ্রহণ করে তড়িৎ ঋণাত্মক অবস্থায় আছে। সর্ববহিস্থ শেলে এদের অষ্টক পূরণের জন্য বাইরে থেকে Cl ও Fl এ একটি করে ইলেক্ট্রণ এবং O এর ক্ষেত্রে ২টি ইলেক্ট্রণ গ্রহণ করে। এরূপ অবস্থায় এদের ইলেক্ট্রণ গ্রহণ করার প্রবণতা আর থাকেনা। এক্ষেত্রে তারা বিক্রিয়া করতে গেলে তাদের সর্ব বহিস্থ শেলে গ্রহন করা ইলেক্ট্রণ গুলি ছেড়ে বা শেয়ার করে কোন যৌগ গঠন করতে পারে। অথবা এদের সর্ব বহিস্থ শেলের অতিরিক্ত ইলেক্ট্রণ ত্যাগ করে তড়িৎ নিরপেক্ষ পরমাণুতে পরিণত হতে পারে। যেমন-
CL-   -e  =  Cl
Fl-    -e  =  Fl
O2-  -2e  = 0
হ্যালোজেনসমূহ দ্বিপরমাণুক হয়। তাই ২টি পরমাণু ইলেক্ট্রণ ছাড়লে তারা তড়িৎ নিরপেক্ষ অনু Cl2, Fl2, 02 তে পরিণত হয়।
সুতরাং উপোরক্ত আলোচনা থেকে এটিই প্রতিয়মান হয় Cl-, O2-, Fl- এই তিনটিই ইলেক্ট্রণ ত্যাগ করে তাই এই তিনটিই বিজারক পদার্থ।
Talk Doctor Online in Bissoy App