ঢাকা বিশ্ববিদ্যালয় এসএসসি ও এইচএসসি মিলে মোট ৭.০০ পয়েন্ট পেলে খ ইউনিট অর্থাৎ মানবিক বিভাগে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। আপনি এইচএসসিতে ৩.৩০ তুলতে পারলেই ঢাকা বিশ্ববিবিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। তবে এইচএসসিতে জিপিএ ৪.০০ বা তার উপরে তুলতে পারলে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগে মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হয়। বাংলা-৩০ নম্বর,ইংরেজী-৩০ নম্বর এবং সাধারণ জ্ঞান ৬০ নম্বর। বাংলার জন্য ইন্টারের বাংলা ১ম পত্র এবং বাংলা ব্যাকরণের জন্য নবম-দশম শ্রেণির বোর্ড বই ভালোভাবে পড়ুন। ইংরেজীর জন্য ইংরেজী গ্রামার ভালোভাবে অায়ত্ব করতে হবে। সাধারণ জ্ঞানের জন্য "নতুন বিশ্ব","অাজকের বিশ্ব","কারেন্ট অ্যাফেয়ার্স" ইত্যাদি বই পড়ুন।

Talk Doctor Online in Bissoy App