শেয়ার করুন বন্ধুর সাথে
Kgfbabu

Call

কার্বনের পারমাণবিক ভর ১২ বলতে বুঝায়:-

আভোগ্যাড্রো সংখ্যার প্রয়োগ থেকে জানি, 6.02×10^23 টি পরমাণু র প্রকৃত ভর=তার আনবিক ভর(M) সুতরাং, একটি পরমাণুর প্রকৃত ভর=M/(6.02×10^23) অপরপক্ষে, আপেক্ষিক পা: ভর মুলত পরমানু টি একটি কার্বন-12 পরমাণু র তুলনায় কতগুন ভারি তা প্রকাশ করে, অতএব, আ: পা: ভর: = পরমানুর ভর/কার্বন -12 পরমাণুর ভরের 1/12 অংশ সুতরাং, বলা যায়, পারমাণবিক ভর সংখ্যা হল পরমাণুর প্রকৃত ভর এবং আ: পা: ভর হল কার্বন -12 পরমাণুর ভরের সাপেক্ষে ভর অনুপাত। আর একটি উল্লেখ যোগ্য পার্থক্য হল পারমাণবিক ভরের একক আছে কিন্তু আ: পা: ভরের একক নেই।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আপেক্ষিক পারমানবিক ভর এর অর্থ কোনো মৌলের সাপেক্ষে অন্য মৌলের পারমানবিক ভর নির্ণয় করা। আমরা সাধারণত কোনো মৌলের পারমানবিক ভর বের করতে চাইলে তাকে কার্বন-১২ আইসোটোপের ১/১২ অংশ দিয়ে ভাগ করি। কার্বন-১২ আইসোটোপের ১/১২ অংশ, এই অনুপাতটিকে ডালটন বলে। এই ধরনের অনুপাত সমূহকে "অ্যাটমিক ম্যাস ইউনিট" বা সংক্ষেপে amu বলে।  


১ ডালটন = 1.6605 x 10-24 g 


সুতরাং, কার্বনের আপেক্ষিক পারমানবিক  ভরঃ

= কার্বনের পারমানবিক সংখ্যা / কারবন-১২ আইসোটোপ এর ১/১২ অংশ

= কার্বনের পারমানবিক সংখ্যা / ১ ডালটন

= (6/1.6605 x 10-24) g 

=12.13 g

অর্থাৎ, ১২ গ্রাম।



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ