mehedi1917

Call

আপনার সার্চ করা পেজটি যখন খুজে পাওয়া যায় না তখন 404 ইরোর আসে।

Talk Doctor Online in Bissoy App
Call

৪০৪ দ্বারা এমন একটি http বোঝানো হয় যেটি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব খুঁজে পায় নি। পৃথিবীর সকল খুঁজে না পাওয়া প্রোটোকলকে 404 error মেসেজ দেওয়া হয়, এটা ইরোর মেসেজের স্ট্যান্ডার্ড বলা যায়।  এর পেছনে একটি ছোট ঘটনা আছে। ৮০র শতকে যখম সুইজারল্যান্ডের একটা বিল্ডিং এ রুম নম্বর ৪০৪ এ বসে কয়েকজন বিজ্ঞানী ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে কাজ করছিলেন তখন তারা কিছু প্রোটোকলে পৌঁছাতে সক্ষম হন না। কারণ তারা ইনফরমেশন ইনপুট করতে ভুল করেছিলেন।  এরপর থেকে ইরোর মেসেজকে বলা হত "Room No 404: Not found" যা পর্যায়ক্রমে বর্তমানের রূপে পৌঁছেছে। সকল ইরোর মেসেজে ৪০৪ সংখ্যাটি ব্যবহার করে তিনি যে টাইপে ভুল করতে পারেন এ কথাটিকে ইঙ্গিত করা হয়। কারণ সাধারণত আমরা নিজেরা সার্চ ইঞ্জিনের সাহায্য না নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে খুঁজে গেলেই এই ভুলটা হয়।

Talk Doctor Online in Bissoy App