আমি এস এস সি তে সমাজে এ+ মিস করি।শুধু একটিতেই। এখন আমার ইচ্ছা নটরডেম কলেজ। আমি সমাজ পরীক্ষাও ভাল দিয়েছি কিন্তু কেন জানি এ + আসে নি। আমি কাল চ্যালেঞ্জ করতে চাই ।প্রশ্ন হচ্ছে চ্যালেঞ্জের রেজাল্ট তো এক মাসের মধ্যে দেয়। কিন্তু নটরডেমে ভর্তি পরীক্ষা ততদিনে শেষ। এখন কিভাবে কি হবে । চ্যালেঞ্জ করলে নম্বর বাড়ার সম্ভাবনা কত ?আগে আগে চ্যালেঞ্জ করলে কি আগে রেজাল্ট আসে না সবার চ্যালেঞ্জ এর রেজাল্ট একসাথে একদিনে আসে? বিস্তারিত জানিয়ে উপকৃত করবেন দয়া করে।
শেয়ার করুন বন্ধুর সাথে

রেজাল্ট দেবার ৭ দিন রাত ১১:৫৯ পর্যন্ত বোর্ড চ্যালেন্জ করার সময় থাকে। এর মধ্যে কাজ শেষ করতে হবে। আর রেজাল্ট দিবে পরবর্তি ১মাস পর...  সাবাইকে একই সাথে। এর পরেও আপনার সময় থাকবে বাকি কাজ করার জন্য...

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ