Share with your friends

এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ এর চেয়ে কম পয়েন্ট পেলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়া যায়। যে বছর এসএসসি পাস করবেন,ঠিক তার পরের বছর এসএসসি ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবেন। যে হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন,সে হাইস্কুল থেকে ফরম পূরণ করলেই ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবেন। একটি/দুইটি বা পছন্দমতো বিষয়ে ইমপ্রুভ পরীক্ষা দেওয়া যাবে না। ইমপ্রুভ পরীক্ষায় সব বিষয় পরীক্ষা দিতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Call

ইমপ্রুভমেন্ট দেওযা যায় না একটা দুইটা বিষয়ে ইমপ্রুভমেন্ট দিতে গেলে পুরা বিষয় গুলা আবার পরীখা দিতে হবে.....ফরম ফিলাপ যখন করে তখন ইমপ্রুভমেন্ট এর বিষয়ে বললে সেটা তারা সেভাবে করে দেবে.... কিন্তু তুমি যদি একটা দুইটা বিষয়ে ফেল করো তবুও তুমি সব বিষয়ে ইমপ্রুভ দিতে পারবে

Talk Doctor Online in Bissoy App