এবং যদি চালাতে পারি তাহলে ল্যাপটপ থেকে hotspot করে মোবাইল চালাতে পারব?
Share with your friends

ব্রডব্যান্ড লাইন লেপটপে লাগালে শুধুমাত্র লেপটপে চালাতে পারবেন। অন্যকোনো ডিভাইন মানে ঐ একই লাইন থেকে অন্য কোনো মোবাইলে নেট চালাতে হলে আপনাকে রাউটার লাগাতে হবে। তবে মোবাইলের হটস্পট কম্পিউটারের সাথে কানেক্ট করে নেট চালাতে পারবেন তবে সেক্ষেত্রে play store থেকে Wifi Router নামের একটা সফট্ওয়্যার ইনিস্টল করতে হবে আপনার মোবাইলে।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনার ব্রডব্যান্ড কানেকশন যদি অপটিক ফাইবারের হয় তাহলে, ONU ডিভাইস থেকে একটি ক্যাট তারের মাধ্যমে ল্যাপটপে কানেক্ট করতে হবে এবং আইএসপি প্রদত্ত আইপি, গেটওয়ে, ডিএনএস কম্পিউটারের নেটওয়ার্ক সেটিংসে ইনপুট করতে হবে। তাহলে আপনার ল্যাপটপ নেট কানেক্টেড হবে। এরপর আপনি ল্যাপটপে Hotspot এর যেকোন সফটওয়্যার ইনষ্টল করে ল্যাপটপের ওয়াইফাই দিয়ে মোবাইলে কানেক্ট করতে পারবেন। তবে এত ঝামেলায় না গিয়ে একটা রাউটার কিনে ফেললেই ভালো। একটা টোটোলিংক রাউটারের দাম মাত্র ৯৫০টাকা।

Talk Doctor Online in Bissoy App