MAHFUJ MPBP

Call

তার আবিষ্কৃত রোবটটি হাঁস আকৃতির।। যান্ত্রিক হাঁসটি তার ডানা ঝাঁপটাতে পারে, তার ঘাড় নাড়াতে পারে, এবং প্রদর্শনকারীর হাত থেকে খাবারটি গ্রহণ করতে পারে, এবং এটি দেহের একটি গোপন স্থানে সংরক্ষিত বস্তুটি বহন করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

১৭০০-১৯০০সালের মধ্যে মানুষ অনেক ছোটোখাটো রোবট বানানোর চেষ্টা করেছেন।অনেকে বেশ সফল হয়েছিলেন।এ সকল মানুষের মধ্যে অন্যতম ছিলেন জ্যাঁক দ্যা ভেকেনসন।তিনি একটা রোবট হাঁস বানিয়েছিলেন যেটা গলা বাড়াতে পারত, পাখা নাড়াতে পারত।                 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

জ্যাঁ দ্য ভকেনসনের আবিষ্কৃত রোবটটি ছিল হাঁস।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ