Share with your friends

ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক হেরেস।

Talk Doctor Online in Bissoy App
RushaIslam

Call

Wi-Fi এর জনক ডাচ কম্পিউটার বিজ্ঞানী ভিক্টর ভিক  হেরেস ।প্রথমবার এটি ১৯৯৭ সালে উন্নতিকরন করা হয়েছিলো এবং আই ই ই ই (IEEE) নামক একটি প্রতিষ্ঠান এটিকে উন্নতিকরণ করেছিলো। এর প্রথম স্ট্যান্ডার্ড ১৯৯৭ সালে উন্নতি পায় এবং এর নাম দেওয়া হয় ৮০২.১১ ওয়াইফাই। এই নামটি এরকম রাখার কারন এর আলাদা আলদা প্রোটোকল আছে আলাদা আলদা যোগাযোগের জন্য। সেই সময়ে এই বেতার প্রযুক্তিটির স্পীড ছিল প্রত্যেক সেকেন্ডে ২ মেগাবিটস। যদিও এর গতি প্রথমের দিকে অনেক কম ছিল তারপরও সেই সময় হিসেবে অনেক বেশি কোন ব্যাপার ছিল। তারপর ১৯৯৯ সালের দিকে তারা এর দুইটি নতুন স্ট্যান্ডার্ড তৈরি করে। একটি হলো ৮০২.১১ এ এবং আরেকটি ৮০২.১১ বি।

Talk Doctor Online in Bissoy App