Java বাটন ফোনের অপেরামিনিতে freebasics এ টাকা কেটে নিচ্ছে । টাকা/MB থাকলে freebasics চলছে কিন্তূ টাকা/MB ফুড়িয়ে গেলে আর freebasics চালানো যাচ্ছে না । এই সমস্যাটি শুধু আমার একার নয়, এটা সব জাভা ইজারদের হচ্ছে । এরকম হওয়ার কারন কি? এর সমাধানই বা কি? বিস্ময়ের সবার উত্তর এবং মতামত আশা করছি ।
Share with your friends
Call

তোমার মেমোরি কার্ড এ গিয়ে অপেরা মিনি একটা ফোলডার আছে ওই টা ডিলিট করে আবার অপেরা মিনি ইনস্টল করে দেখ।

Talk Doctor Online in Bissoy App

এটা জিপি থেকে করা হয়েছে প্রথম পেজে ডুকতে এমবি লাগবে তারপর ফ্রি চলবে

Talk Doctor Online in Bissoy App
Jamiar

Call

শুধু আপনার ক্ষেত্রে এমনটি হচ্ছে তা নয়।  সকল জাভা ফোন ইউজার দের মধ্যেই এমনটি হচ্ছে।  বেশ কয়েক দিন থেকেই জাভা ফোন গুলো দিয়ে ফ্রি ব্রাউজ করা যাচ্ছে না সেটি বন্ধ করা হয়েছে। যার কারনে ঢুকলেই পয়স বা এম্বি কেটে নিচ্ছে । তাই বর্তমানে আপনি এম্বি ক্রয় করে ব্যবহার করুন। 

Talk Doctor Online in Bissoy App