Waruf

Call

অধিকাংশ মানুষ রিস্টার্ট এবং রিস্টোর(ফ্যাক্টরি রিসেট) কথা দুটির পার্থক্য ভুলে যান। রিস্টার্ট করলে পিসির কোন ক্ষতি হয়না। বরং কাজ, হটাৎ বন্ধ ইত্যাদি কারনে সফটওয়ার ঠিকমত কাজ না করলে রিস্টার্ট করলে ঠিক হয়ে যায়।। রিস্টার্ট কম্পিউটারকে রিফ্রেশ হিসাবে অন করে তাই এটি ভাল। কিন্তু ভুল করে রিস্টোর করতে গেলে বিপদ। উইনডোজ ক্রাশ করতে পারে। ফাইল মুছে যেতে পারে। তাই এই দুটো বিষয় আপনি আলাদা বোঝেন কিনা ভেবে দেখুন তাহলেই আপনার হাতে কম্পিউটার ভাল থাকবে। অনেকেই রিস্টোর করে বিপদে পড়েন আর বলেন রিস্টার্ট করে বিপদে পড়েছেন।

Talk Doctor Online in Bissoy App