শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

নোটপ্যাড হচ্ছে উইনডোজ এর একটি বিল্ট ইন টেক্সট এডিটর। এটি দিয়া ব্যাচ প্রোগ্রাম, এইচটিএমএল, চিএস এস সহ বেশ কিছু প্রোগ্রামিং কোড লেখা যায়। কিন্তু কোডগুলো এটি দিয়া রান করানো যায়না। এছাড়াও ডকুমেন্টারি রাইটিং কী নোট করা সহ কিছু লিখে রাখার কাজ করা যায়। বাই ডিফল্ট ভাবে নোটপ্যাড  .txt ফরম্যাটে সেভ করে কিন্তু চাইলে আপনি আরও কিছু ফরম্যাটে সেভ করতে পারবেন যা উপরে বলেছি।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ