ZahidulSkb

Call

ভাই আপনি কি ফোনটা নতুন কিনছেন...? তাহলে চার্জার একটু একটু গরম হলে কোন সমস্যা নাই। এতে আপনার ফোনের কোন সমস্যা হবে না। ফোনটি ব্যবহারের ফলে সব ঠিক হয়ে যাবে। চার্জার গরম হওয়া বড় কোন ফ্যাক্টর না। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

চার্জার চেন্জ করেন তাতে না হলে আপনার ইনপুট পিনে সমস্যা আর অনেক সময় কারেন্টের+মোবাইলের চার্জের কারনে চার্জার গরম হয়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

কতটা গরম হয় সেটা জানাতে পারলে ভালো হতো । সাধারণত বেশিরভাগ স্মার্টফোন চার্জ করার সময়ই চার্জার গরম হয়।  । আর তাছাড়া কয়েকদিন যাবৎ যে গরম পড়েছে এসময় চার্জার বা ফোন একটু বেশিই গরম হতে পারে।  যদি স্বাভাবিক ভাবে ফোনের চার্জার হাত দিয়ে ধরলে হাতে পর্যাপ্ত গরম অনুভূত না হয় তাহলে সমস্যা নেই । আর এতে ভয়েরও কিছু নেই ।

কিন্তু যদি অসহনীয় গরম অনুভূত হয় এবং চার্জার থেকে পোড়া গন্ধ আসে তাহলে আর এই চার্জার দিয়ে চার্জ দিবেন না । 
যদি চার্জারের এই সমস্যা হয় তাহলে চার্জার এর কোন পার্টস পুড়ে যেতে পারে এতে ফোনের কিছু হবেনা তবে চার্জার এর পার্সটি পুড়ে যাবে  ।

আপনার যদি বেশি ভয় হয় তাহলে ফ্যানের বাতাসে ফোন চার্জ দিন । 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ