RushaIslam

Call

অন্যায়কারীর মত আপনিও যদি অন্যায় করেন তাহলে আপনার আর সেই অন্যায়কারীর মধ্যে কোনো পার্থক্য থাকবেনা-এটাই আপনার কথাটির উত্তর।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

আসলে এটার অর্থ এই দাঁড়ায় যে আপনি সমাজের একজন ভদ্র মানুষ হলে কেউ যদি আপনার সাথে খারাপ ব্যাবহার করে আপনি কি উল্টে তার সাথে আবার খারাপ ব্যাবহার করবেন নাকি? 


অবশ্যই না। খারাপ মানুষের কাজ খারাপ ব্যাবহার করা সেটা আপনার কাজ নয়। আপনি যদি তেমনটা তার সাথে খারাপ ব্যাবহার করেন। সেখানে আপনার সন্মান কমবে বয়ি বাড়বে না। 


নিজের এতটুকু সেন্স নিয়ে কাজ করাই আমাদের সবার উচিৎ। কুত্তার বা কুরুরের কাজ কুকুর করুন তাতে আপনার কি? আপনার যদি সমস্যা হয় তবে সেটা থেকে এড়িয়ে যাবেন। উল্টে উঠে কামর দেওয়া মোটেও উচিৎ হবে না। যেমনটা উদাহরণ সমাজের খারাপ লোকেদের নিয়ে। 


তারা যা করে করুক শুধু তারা কেন? যাদের কুকুরের মতো কামর অর্থাৎ আপনার সাথে খারাপ ব্যাবহার করবে তাদের সাথে আপনার উল্টে সেই ব্যাবহার করা যাবে না। সেটা শোভা পায় না।


মোট কথা খারাপ ব্যক্তি যেমন- অপরাধী / আপনার শত্রু আপনার সাথে খারাপ ব্যাবহার করলে আপনার তার সাথে একই ব্যাবহার করা যাবে  না। তা নাহলে তার সাথে তফাৎ কোথায়?



ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ