শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

অনেক কারণে হার্টের আকার স্বাভাবিকের চেয়ে বড় হতে পারে, যা কার্ডিওমেগালি নামে পরিচিত। এটি রোগ, যা অনেক কারণে হতে পারে। যথাসময়ে চিকিৎসা না করলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এক্ষেত্রে ডাই-ইউরেটিক, এনজিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহেবিটর, অ্যান্টি অ্যারিথমিক ইত্যাদি মেডিসিন সেবন করা হয়। তবে চিকিৎসক পর পরামর্শ ব্যতীত কিছুই সেবন করবেন না। আপনি ধূমপান করবেন না, অতিরিক্ত ওজন করিয়ে ফেলুন,পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন,সব সময় চিন্তামুক্ত থাকবেন,আয়রনসমৃদ্ধ খাবার  খান বেশিবেশি,অ্যালকোহল ও ক্যাফেইন পরিহার করুন। আপনি অতিদ্রুত চিকিৎসক এর পরামর্শ নিন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ