আপনি তাকে বলবেন যে অতিরিক্ত বড়াই করনা অসুস্থতা মানুষকেই আক্তান্ত করে । তোমার অসুখ কম হয়, তার মানে এই নয় যে তুমি কখনও অসুস্থ হবে না । মুমিনদেরকে আল্লাহ্ তালা অসুস্থতা দিয়ে ঈমানের পরিক্ষা নিয়ে থাকেন । যার মাথা আছে তার ব্যাথাও আছে । একজন মানুষ জীবনের সর্বসময় সুখি থাকে না ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

অহংকার হলো আল্লাহর চাদর । আমরা আল্লাহর সৃষ্টি । আমরা অহংকার করতে পারি না / তাঁর চাদরে অংশিদারিত্ব করতে পারি না । অসুখ হওয়া / না হওয়ার জন্য যদি মানুষ দম্ভ করে বুক ফুলিয়ে বেড়ায় সে জন্য আল্লাহ তার বিচার করতে পারেন , তাকে শাস্তি দিতে পারেন । কিন্তু আপনার উচিৎ হবে না তার দম্ভ ভাঙ্গার জন্য তার ক্ষতি করা । আল্লাহ আমাদের অহংকার থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন!

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

অসুস্থতা মহান আল্লাহ তায়ালার এক বিশেষ নিয়ামত । আল্লাহ যাদেরকে ভালোবাসেন , তাদেরকে বিভিন্ন ভাবে পরিক্ষা করেন । অসুস্থতাও তেমনি একধরনের পরিক্ষা করা । যে অসুস্থ হবে তাকে অবশ্যই আল্লাহর কাছে সুস্থতা চাইতে হবে ও শুকরিয়া আদায় করতে হবে । আর এসব বিষয় নিয়ে যারা দম্ভ , কটুক্তি ও অহংকার করে তারা মোটেও উন্নত চিন্তাশীল মানুষ নয় । ধন্যবাদ ।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ