খুবই কষ্ট লাগসে প্রশ্নটা করতে! বাট, মনের ভিতর অনেক কিছু উঁকি ঝুঁকি দিচ্ছে । তাই প্রশ্ন টা করা,অ্যানিমিয়া বিষয় যারা জানেন উত্তর টা তাদের কাছ থেকে আশা করছি । আমার গার্লফ্রেন্ড একজন অ্যানিমিয়া রোগী  !! 3 _4 বৎসর যাবৎ এই সমস্যা ওর  ! মাঝে মাঝে ব্লাড নিতে হয়। ওকে ছেড়ে থাকা টা কষ্ট সাধ্য হবে আমার জন্য । বাস্তবতা তো আর মানুষের আবেগ বুঁজে না !! যাই হোক , আমি জানতে চাই,  ওকে বিয়ে করাটা কি ঠিক সিদ্ধান্ত হবে?? নাকি ভুল সিদ্ধান্ত হবে?  যদি বিয়ে করি , বিয়ে পরবর্তী জীবনে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি ? প্লিজ,, আবেগ ভালোবাসার ঊর্ধ্বৈ থেকে উত্তর দিবেন আশা করছি । আপনাদের উত্তর আমাকে এই ব্যপারে সিদ্ধান্ত নিতে হেল্প করবে । *** ভালোবাসার কাছে সবকিছুই ঠূনকো, আর বাস্তবতার কাছে ভালোবাসা ! 
শেয়ার করুন বন্ধুর সাথে
KhademAli

Call

দেখুন বিয়ে করাটা ফরজ।আর আপনে বিয়ে করার পর সবসময় সর্তক থাকবেন।এবং ডাক্তারের পরামর্শ নিবেন।ইনশাল্লাহ কিছু হবেনা।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ