দালান ঘর - বলতে ইটের পাকা বাড়িকে বোঝানো হয়। কিন্তু এখানে দালান ঘর বলতে নিজের একমাত্র আস্থানা কবর কে বোঝানো হয়েছে। সেখানে একদিন না একদিন সবাই কে যেতে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

মাটির ভেতরে হবে ঘর আর্থাৎ মানুষ মারা গেলে মাটির ভেতরে কবর দেওয়া হয় এখানে কবরকে মাটির ভেতরে ঘর বোঝানো হয়েছে। 


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

লেখক কথাটি নিজেকে বলেছেন।মাটির কবরকে ঘর বলা হয়েছে।যেখানে আমাদের মৃত্যুর পর থাকতে হবে কিয়ামত পর্যন্ত,অর্থাৎ হাশরের আগ পর্যন্ত।দুনিয়ার ক্ষনস্থায়ী জীবনে মানুষযে এত বড় দালান কোঠা তৈরি করছে,লেখক বলছেন এর কি দরকার।দুনিয়াতে যা কিছু আছে সব স্থায়ি শুধু তুমি ছাড়া।তাই তোমার কোনো দরকার নেই দালানের।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

একদিন এই পৃথিবীর সব কিছু ত্যাগ করে চলে যেতে হবে মাটির ছোট্ট একটি ঘড়ে। যেখানে থাকবে না কোন ধন সম্পদ। থাকবেনা নিজের বলতে কিছুই। থাকবে সেই ছোট্ট ঘড় আর থাকবে আমাদের কাপড় যা হলো সাদা  কাপড়।


ছোট ঘড়ে যেহেতু থাকতেই হবে তাহলে আমরা বড় ঘড় বানিয়ে কি করন? কি হবে এত বড় ঘড় দিয়ে? সেই থাকতে তো হবে সেই ছোট্ট ঘড়েই।


ধনসম্পদ বাড়ী ঘর তো পৃথিবীতেই কাজ করে।  সেদিন লাগবেনা কাজে দালান ঘড়, লাগবেনা কাজে বড় বড় অট্টালিকা।  সেদিন থাকবে ছোট্ট একটা মাটির ঘড়। তাহলে এমন ঘড় বানিয়ে লাভ কী? 


এগুলোই বুঝিয়েছেন। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ