আপনি দ্রুততার সাথে প্রসাব করে স্থান ত্যাগ করে বলেই এরকম হচ্ছে। তাই ব্যস্ত না হয়ে ওয়েট করুন। আপনি জোরে কাশি দিতে পারেন তাহলে অবশিষ্ট পস্রাব বের হয়ে আসবে। এছাড়া টিস্যু ধরে 40 কদম হাটতে পারেন তাহলে একদম ক্লিয়ার যা ইসলাম সম্মত। এছাড়া প্রটেষ্ট গ্রন্থির প্রবলেমের কারনেও এমনটা হতে পারে। *তাই আপনার অভ্যাগ ত্যাগ করেও যদি প্রবলেম বিদ্যমান থাকে তবে ডাক্তারের নিকট চিকিৎসা নেবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ghhfdss

Call

প্রসাব করার পর প্রসাব পুরোপুরি ক্লিয়ার না হওয়ার কারন নিচে উল্লেখ করা হলো: 1/ মূএথলিতে প্রোস্ট্রেট বড় হয়ে গেলে 2/ মূএথলিতে পাথর হলে 3/ মূএথলিতে টিউমার হলে। 4/ মূএনালী চিকন হয়ে গেলে। 5/ মূএনালীতে পাথর হলে 6/ মূএনালীতে টিউমার হলে। আপনি একজন ইউরোলজিস্ট বিশেষ্জ্ঞ ডাক্তারের শরনাপন্ন হয়ে আপনার মূএথলি এবং মূএনালী পরীক্ষা-নিরীক্ষা করুন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

আমারও এই সমস্যা আছে ভাই।আমি হোমিও ঔষধ খাইতেছি আপনিও হোমিও চিকিৎসা নিতে পারেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ