করণীয়টি কাজের ওপর নির্ভর করে।।সত্যি বলতে মা-বাবার কথা আমাদের সবসময় শোনা উচিত, সন্তানের ভালোই তারা সবসময় কাম্য করে।তবে অনেক ক্ষেত্রে মা বাবা এর সিদ্ধান্ত ভুল হতে পারে।তবে আপনি,আপনার বিষয়টি খুলে বলে ফ্রেন্ড বা নিকট কারও কাছ থেকে পরামর্শ নিতে পারেন।।।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
SapanBabu

Call

আপনার যে মতামত সঠিক লাগে তার কথা মান্য করবেন।বেশির ভাগ মায়ের মতামত মান্য করা উচিত।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

রাসূল (সঃ)বলেন,,আল্লাহকে ব্যাজার (অখুশি) রেখে অন্যকারো কথা মানা হারাম (আল হাদীস )।রাসূল (সঃ) আরো বলেন,, পিতামাতা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করতে বলে তা করা যাবে না।সুতরাং যদি কখনো মা ও বাবা দুজনে সন্তানকে দুই ধরনের কাজ করতে বলে তখন,যদি মায়ের কথা ইসলাম বিরোধী হয়,সেটা মানা যাবে না।আর যদি মা ও বাবা উভয়ের কথা ইসলাম বিরোধী হয়,তবে উভয়ের কথা মানা যাবে না।আর যদি মা ও বাবা দুজনেই ইসলামী আইন মেনে কিছু করতে বলে,তাহলে উভয়ের কথা মানতে হবে।যদি দুজনে ভিন্ন কাজ করতে বলে তখন দেখতে হবে,কার কথা মানলে কল্যান হবে।অতপর অপরজনকে বুঝিয়ে বলতে হবে।না বুঝলে আত্নীয়দের ডেকে বলাতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call

বাবা মায়ের এমন কথা মানা যাবেনা. যে কথা মানলে আল্লাহ ও রাসূল (সঃ) সাথে নাফরমানি হয়. মায়ের কথাটা মানা উত্তম কেননা হাদিসে মায়ের কথা তিনবার বলা হয়েছে. বাবার কথা একবার বলা হয়েছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ