আমি একটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।আমাদের ক্লাসে black board থাকলেও white board নেই,,তাই আমাদের খুবই অসুবিধা হচ্ছে।ক্লাসে যারা শেষের বেঞ্চগুলোয় বসে তাদের পেছন থেকে দেখতে অসুবিধা হচ্ছে এবং বোর্ডে চক দিয়ে লেখার সময় শিক্ষক-শিক্ষিকাদের ড্রেস ময়লা হয়ে যাচ্ছে।আসলে আমরা black board দিয়ে লিখতে অভ্যস্ত নয় তাই এত সমস্যা।আমাদের স্কুল ফান্ডে যতেষ্ট টাকা রয়েছে শিক্ষা সামগ্রী কেনার জন্য।তবু প্রধান শিক্ষক এতে রাজি হচ্ছে না।।আমরা একটি দরখাস্ত লিখব প্রধান শিক্ষকের নিকট,,তাই white board and marker এর ব্যবস্থা করার জন্য প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লিখে দিন প্লিজ প্লিজ প্লিজ,,তাহলে আমি খুবই উপকৃত হবো।।।।
Share with your friends
RushaIslam

Call

জায়গার নাম

তারিখ
বরাবর
প্রধাণ শিক্ষক
স্কুলে/কলেজের নাম লিখবেন।
বিষয়:হোয়াইট বোর্ড এবং মার্কার চেয়ে আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে,(বাকিটুকু আপনি আপনার পছন্দমত লিখুন)
অতএব, মহোদয় এর নিকট আকুল আবেদন এই যে,আমাদেএ উক্ত শ্রেনীকক্ষে হোয়াইট বোর্ড এবং মার্কার প্রদানে হুজুরের যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
আপনার বাধ্যগত
(আপনার নাম অথবা সকলের পক্ষ থেকে কারোর একজন নাম লিখবেন)
(যার নাম লিখবেন তার অধ্যায়নরত শেণ্রীর নাম লিখবেন)
Talk Doctor Online in Bissoy App