সিজিপিএ কত পেলে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী হবে এবং কত পেলে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রী হবে?
শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত বিভিন্ন কোর্স পরীক্ষার ফলাফলের সিজিপিএ (CGPA) গ্রেডিং পদ্ধতি এবং কত পয়েন্টে কোন বিভাগ/ক্লাস, তা এখানে তালিকা আকারে দেওয়া হলো- * 80-100 = A+ = 4.00 = 1st class বা প্রথম বিভাগ * 75-79 = A = 3.75 = 1st class * 70-74 = A- = 3.50 = 1st class * 65-69 = B+ = 3.25 = 1st class * 60-64 = B = 3.00 = 1st class * 55-59 = B- = 2.75 = 2nd class বা দ্বিতীয় বিভাগ * 50-54 = C+ = 2.50 = 2nd class * 45-49 = C = 2.25 = 2nd class * 40-44 = D = 2.00 = 3rd class বা তৃতীয় বিভাগ। সুত্র: জাতীয় বিশ্ববিদ্যালয়(প্রকাশের তারিখ, ১ সেপ্টেম্বর ২০১৮)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ