Share with your friends
Call

আপনি অন্য একটি মোবাইলে মেমরিটা লাগিয়ে format করার চেষ্টা করুন। নয়ত কম্পিউটার দিয়ে চেষ্টা করুন । তাহলেই আশাকরি বুঝা যাবে মেমরির সমস্যা নাকী মোবাইলের।

Talk Doctor Online in Bissoy App
Call

আপনি পিসিতে আপনার মেমোরি টি কানেক্ট করুন, এবার my computer আইকনের উপর মাউসের ডান বাটন ক্লিক করুন, এবার manage যান,  সেখান থেকে disk management এ যান, গিয়ে দেখুন নিচের দিকে আপনার কানেক্ট করা মেমোরি টি দেখা যাচ্ছে, এবার আপনার মেমোরির উপর মাউসের ডান বাটন ক্লিক করে ফরম্যাট এ ক্লিক করুন, এবার ফরম্যাট দিন, আশা করি হয়ে যাবে, যদি না হয় তাহলে কুইক ফরম্যাট এর টিক তুলে দিয়ে ফরম্যাট দিন, তারপরেও যদি না হয় তাহলে আপনার মেমোরি টি চিরতরে নষ্ট হয়ে গেছে,

Talk Doctor Online in Bissoy App

Call

মেমোরিটা নকিয়া সিম্বিয়ান ফোনে তুলে ফরমেট দিন। আশাকরি ফেরমেট হবে।

Talk Doctor Online in Bissoy App

আপনি অন্য একটি মোবাইলে মেমরিটা লাগিয়ে ফরমেট দাও তাহলে বুঝা যাবে।

Talk Doctor Online in Bissoy App
mDkhokaNmiA

Call

অনেক সময় অতিরিক্ত ভাইরাসের কারণে মেমোরি ফরমেট হয় না। তাই মেমোরি টাকে আগে ভাইরাস মুক্ত করুন। তারপর আপনার মোবাইল দিয়েই ফরমেট করতে পারবেন। না পারলে কম্পিউটার দিয়ে করুন 

Talk Doctor Online in Bissoy App
SapanBabu

Call

আপনার মেমরি অন্য ফোনে তুলুন তাতেও ফরমেট না হলে কম্পিউটারে তুলুন । আশা করি কাজ হবে।

Talk Doctor Online in Bissoy App