শেয়ার করুন বন্ধুর সাথে
RushaIslam

Call

ADMINISTRATION বা প্রশাসন বলতে কি বোঝায়? প্রশাসনে চাকুরী বাংলাদেশে প্রথম সারির চাকুরী গুলোর একটি। প্রতি বছর লক্ষ লক্ষ ছেলে মেয়ে প্রশাসন সার্ভিসে আসার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হন। অনেকেই জানেন না প্রশাসনের পূর্ণরুপ। জানেন না "ADMINISTRATION" বা প্রশাসন বলতে কি বোঝায়? নিচে তা তুলে ধরা হল। "ADMINISTRATION" A= Abidance প্রশাসনের সদস্যগণ সিদ্ধান্ত গ্রহণ, বাস্তবায়ন এবং প্রয়োগের ক্ষেত্রে সর্বদা গ্রহণযোগ্য স্ট্যান্ডার্ড বজায় রাখবেন। যা একজন প্রশাসককে সহজেই অন্যদের থেকে আলাদা হিসেবে তুলে ধরবে। D= Development প্রশাসনের সদস্যগণ হচ্ছেন উন্নয়নের হাতিয়ার। তাদের মূল লক্ষ হবে সর্বাবস্থায় দেশের উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানো। M= Management একজন প্রশাসক একই সাথে একজন দক্ষ ব্যবস্থাপক। তিনি দক্ষ ব্যবস্থাপক হিসেবে নিজেকে চৌকসরুপে গড়ে তুলবেন। I= Intelligence প্রশাসনের সদস্য তার কাজে কর্মে সর্বদা তীক্ষ বুদ্ধিমত্তার পরিচয় রাখবেন। N= Nobility প্রশাসকগণের কথায়, আচরণে, চলাফেরায় সর্বদা মহানুভবতা ফুটে উঠবে। I= Ideology স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ হবে প্রশাসকদের জন্য দেশসেবার আদর্শ। S= Strategy প্রশাসকগণ কৌশলী হবেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোত্তম কৌশল প্রয়োগ করবেন। T= Tradition প্রশাসনের সদস্যগণ সার্ভিসের শত বছরে গড়ে উঠা ঐতিহ্য সর্বদা লালন করবেন। R= Rationality সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সর্বদা প্রখর যুক্তিশীলতা প্রদর্শন করবেন। A= Agility প্রশাসনের সদস্যগণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষিপ্রহস্ত হবেন। তাৎক্ষণিক সিদ্ধান্ত হবে সঠিক ও কার্যকর। T= Tactfulness প্রশাসনের সদস্যগণ দায়িত্ব পালনে চৌকস হবেন। সমস্যা মোকাবেলায় সর্বদা তার পরিচয় রাখবেন। I= Insightfulness প্রশাসকগণ হবেন অন্তর্দৃষ্টিসম্পন্ন। এ গুণ অর্জনের জন্য তারা সর্বদা গভীর জ্ঞান অর্জনের জন্য সচেষ্ট থাকবেন। O= Obedience প্রশাসনের সদস্যগণ সর্বদা যথাযথ কর্তৃপক্ষের প্রতি অনুগত থাকবেন। সর্বদা সার্ভিসের হায়ারার্কি বজায় রাখবেন। N= Neutrality প্রশাসকগণ কাজের ক্ষেত্রে সর্বদা দল মত নির্বিশেষে নিরপেক্ষতা বজায় রাখবেন। সুতরাং প্রশাসন সার্ভিসের একজন সদস্য উল্লেখিত গুণের অধিকারী হবেন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ