আমার স্ত্রীর পিরিয়ড হয় লাস্ট ১৮/০১/২০১৯ তারিখে। ১০/০২/২০১৯ তারিখে আমি আমার স্ত্রীর সাথে অনিয়ন্ত্রিত সঙ্গম করি। ২৮ দিনের পিরিয়ড অনুযায়ী ১৪/০২/২০১৯ ওর পিরিয়ড হওয়ার কথা কিন্তু পিরিয়ড হয়নি। ০৫/০৩/২০১৯ প্রেগন্যান্সি টেস্ট করার পর রেজাল্ট পজেটিভ ধরা পড়ে। আমার প্রশ্ন হচ্ছে যারা বাচ্চা না নেওয়ার জন্য  MM kit  টেবলেট খাওয়ায় সেই নিয়ম অনুযায়ী আমার স্ত্রীর প্রেগন্যান্সি কি ৩-৪ সপ্তাহের ভিতরে পড়ে নাকি ১ মাস ১৭ দিন হিসাব করা হবে.???   
শেয়ার করুন বন্ধুর সাথে
Jamiar

Call

আপনার স্ত্রী যদি  প্রেগন্যান্ট হয়েও থাকেন তাহলে তাহলে ওনার লাস্ট মাসিকের দিন থেকে ওনার প্রেগন্যান্সির দিন কাউন্টকরবেন। তাছাড়া ওনার মাসিক মিসিং এর ৩ সপ্তাহ পর প্রেগন্যান্সি টেস্ট করেন আসা করি সঠিক রেজাল্ট পাবেন । যদি বেবির ভ্রুন নষ্ট করতে চান তাহলে  গাইনি চিকিৎসকের পরামর্শে মেডিসিন নিন । নিজে থেকে  অযথা কোন মেডিসিন নিবেন না।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ