Call

পাবনা দারুল আমান ট্রাস্টের-ই অপর নাম 'পাবনা ইসলামিয়া মাদরাসা'। পাবনা ইসলামিয়া মাদরাসাটি দারুল আমান ট্রাস্টের দ্বারাই পরিচালিত হয়। এটি ১৯৯৩ সালে আছির উদ্দীন নামীয় এক ব্যক্তির দান করা জায়গার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয় এবং এ মাদরাসাটির প্রতিষ্ঠাতা হলেন আবদুস সুবহান।

তথ্যসূত্র দেখুনঃ এখানে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
FoundOnline

Call

@https://www.bissoy.com/Babul1

@হিজবুল্লাহ
দারুল আমান ট্রাস্ট প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯১ সালের ১৮ ডিসেম্বর। দারুল আমান ট্রাস্টের প্রতিষ্ঠাতা পাবনা সদর উপজেলার আতাইকুলা ইউনিয়নের মধুপুর গ্রামের মরহুম হারুনর রশীদ প্রামাণিকের ছেলে মুহাম্মদ আবদুর রহীম ‘প্রথমপক্ষ’ এবং ট্রাস্ট প্রতিষ্ঠার জিম্মাদারগণ ‘দ্বিতীয় পক্ষ’ হিসেবে ‘সোসাইটিজ রেজিস্ট্রেশন এ্যাক্ট, ১৮৬০’ অনুসারে সম্মিলিতভাবে ‘ডীড অব ট্রাস্ট’ নিবন্ধিত করেন। প্রতিষ্ঠাকালীন সময়ের ‘প্রথম ট্রাস্ট কমিটি’-কে ডীড-অব-ট্রাস্টে ‘জিম্মাদারগণ’ বলা হয়েছে। বিষয়টি পরিস্কার করার জন্য, ডীড-অব-ট্রাস্টের দলীলের নমুনাকপি (facebook.com/DarulAman.Trust) লিংক-এ গেলেও দেখা যাবে।

Source 1: http://bit.ly/Pabna-5
Source 2. http://bit.ly/misbhaics 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ