Call

যে পশুর গোশত হালাল তার পেশাব ও গোবর শুকিয়ে গেলে সে জায়গা অপবিত্র নয়। জনাব! মহিলারা যদি গোবর দিয়ে ঘর লেপন করে তা সম্পূর্ণ শুকিয়ে গেলে লেপা ঘরের মেজে পাক এবং তাতে নামাজ পড়া যাবে। তবে উত্তম হলো, কোনো কিছু বিছিয়ে নামাজ পড়া। (আদ্দুররুল মুখতার ১/৩২০, মাজমাউল আনহুর ১/৬২, আল- ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু ১/১৬০-১৬২) উল্লেখ্য, স্বাভাবিকভাবে গোবর দিয়ে লেপার কাজটি মুসলমানদের পরিহার করা উচিত। কারণ, গোবরটাকে আমরা পবিত্র হিসেবে মনে করি না। কিন্তু যদি কেউ গোবর দিয়ে কোনো কিছু লেপে বা কোনো প্রয়োজনে ব্যবহার করে, তাহলে এটা নাজায়েজ হয় না। হাদিসে এসেছেঃ আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেনঃ মসজিদে নাবাবী নির্মিত হবার পূর্বে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর খোঁয়াড়ে সালাত আদায় করতেন। (সহীহ বুখারী, হাদিস নম্বরঃ ২৩৪ হাদিসের মানঃ সহিহ)

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ