শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

এই পর্যন্ত প্রকৃতিতে ৯৪টা মৌলিক পদার্থ পাওয়া গেছে(পুরানা ভার্সনে ৯১টি) কাজেই এই ৯৪টা পদার্থের কমবেশি মিশ্রনে গঠিত বিভিন্ন ধরনের শিলা নিয়া এই পৃথিবী গঠিত। তবে পৃথিবীর অভ্যান্তরভাগ এখনো গলিত অবস্থায় আছে। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন, এলুমিনিয়াম, আর অশ্বমন্ডল জুড়ে সিলিকনের পরিমান ই বেশি। আবার গুরু মন্ডলে বেশি আছে গলিত লোহা ও নিকেল। তবে উপরিত্বক বা মাটিতে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এলুমিনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। আয়রন, জিংক, কপার। মোলিবডেনাম সালফার, ফসফরাস প্রভুতি থাকে, এগুলো উদ্ভিদের প্রধান পুষ্টি তথা মানুষেরও পুষ্টি উপাদান। আমার শিলাস্তর হিসাবে আগ্নেয় শিলা কম কিন্তু পাললিক শিলা ও রুপান্তরিত শিলা বেশি।এই সমস্ত কিছু নিয়েই এ পৃথিবী গঠিত

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ