আমার ফেজবুক আউডিটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এখন ফেজবুক আইডি খুললেই বন্ধ করে দেওয়া হয়। 
Share with your friends
RushaIslam

Call

এরূপ হওয়ার কারন অনেক গুলি হতে পারে। যদি আপনার আইডি কপিরাইট ডিজেবল হয়, তাহলে ফেসবুক কতৃপক্ষ আপনাকে আপনার নাম এবং রিয়েল ছবি দিয়ে আর কখনোই ফেসবুক আইডি চালানোর পারমিশন দিবে না। যদি নরমাল ডিজেবল হয় তাহলে আপনি তা ব্যাক পেতে পারেন। আপনি গুগল প্লে স্টোর থেকে যেকোনো VPN ডাউনলোড করে জাপান/ USA সিলেক্ট করুন,এরপরে chrome ব্রাউজারের clear data করে নতুন আইডি খুলুন। আশা করি সমাধান হবে।  তবে আইডিতে অবশ্যই নিজের সক্রিয় মোবাইল নাম্বার এবং মেইল অ্যাড রাখবেন।

Talk Doctor Online in Bissoy App
NayonAli

Call

আপনি Facebook app new version play store থেকে download দেন।তারপর আপনি app install করেন তাহলেই আপনার সমস্য সমাধান হবে।সমস্য হলে আমাকে মন্তব্য করেন।

Talk Doctor Online in Bissoy App