আমার বয়স ২৫+ , উচ্চতা ৫.১" , ওজন ৪৭ কে.জি

৩১ ডিসেম্বর ২০১৮ তে নাট ফুটা করেছি,পার্লার থেকে। দুই তিন দিন পর বুঝলাম ইনফেক্সন হয়ে গেছে। প্রচন্ড ব্যাথা আর পুঁজ আসছে। তার কয়েক দিন পর এক পরিচিত ডাক্তারের পরামর্শে ফ্লুক্লক্সাসিন খেলাম,৬ দিনে ২৪ টা। তার পর একটু কোমে যাওয়াতে নতুন নাকফুল পরেছিলাম। কিন্তু সেটা গরম পানিতে ভাল মত জীবাণু মুক্ত নাকরায় হয়তো আবার পেকে গেছে। তার পর আবার ফ্লুক্লক্সাসিন ,৬ দিনে ২৪ টা। সাথে এজিথ্রমাইসান ৩ দিনে তিন টা। এবার আমি আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ । তার প্রায় ১০-১২ দিন পর হঠাত আগের মত ব্যাথা । সারা রাত ব্যাথায় ছটফট করলাম। পরের দিন সকালে দেখি আবার পুজ... এবার বাড়ির মহিলাদের পরামর্শে নাকফুল খুলে নীম এর চিকন কাঠি দিলাম নাকে। ভায়োডিন দিয়ে রোজ পরিষ্কার করি আর ব্যাক্টসিন অয়েন্টমেন্ট দিচ্ছ । তাতেও প্রায় সপ্তাহ খানেক হয়ে গেল। এখন সত্যিই আর সহ্য হচ্ছে না। আর কি কি করতে হবে ??? কি করলে ঠিক হবে?? !!! ২০ দিন পর আমার বিয়ে,তার আগে সুস্থ হওয়া টা খুব জরুরি. ....

শেয়ার করুন বন্ধুর সাথে
KMIslan

Call

বেশি ভিটামনর সি খান একে ঘা শুকায়

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ