অাপনার HSC পাশের সাল থেকে SSC পাশের সাল বিয়োগ দিন। যদি SSC এবং HSC পাশের সালের ব্যবধান ৫ বছর বা তার কম হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন। যদি SSC এবং HSC পাশের সালের ব্যবধান ৫ বছরের বেশি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। অাপনি HSC দুইবার ফেল করে তৃতীয়বার পরীক্ষা দিয়ে পাশ করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন যদি অাপনার SSC এবং HSC পাশের সালের ব্যবধান ৫ বছরের বেশি না হয়। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাত্র একবার ভর্তি পরীক্ষা দেওয়া যায় এবং যে বছর HSC পাশ করবেন শুধু সেই বছরই ভর্তি পরীক্ষা দিতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App