Junait

Call

SSC পাস করে ভর্তি হওয়া আর HSC পাস  করে  ভর্তি হওয়ার এই দুই শ্রেণীর সৈনিকদের মধ্যে পার্থক্য  কিছুই নেই, সব কিছুই এক। পার্থক্য শুধু এতটুকু যে  SSC পাস করে ভর্তি হলে আপনাকে ৬ মাস ট্রেনিং  বেশি করতে হবে আর সেনাবাহিনীর আওয়াতাতেই HSC  শেষ করতে হবে।  সুযোগ সুবিধা, প্রমশন, মিশন প্রভৃতি সব কিছুই এক। 

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যাঁ অবশ্যই আপনার Hsc পাস সার্টিফিকেট থাকলে প্রমশন বাড়বে।আমার চাচার বেড়েছে।

Talk Doctor Online in Bissoy App
Call

হ্যাঁ। কোনো সমস্যা নেই।সেনাবাহিনীতে যোগ দেওয়ার সর্বনিম্ন বয়স যোগ্যতা SSC পাশ(নির্দিষ্ট জিপিএ)।তারপর যদি আপনি সেনাবাহিনীতে যোগ দান করেন তাহলে কোন সমস্যা হবে না।আর তারা যখন প্রমোশন দেয় তখন তারা আপনার যোগ্যতার চেয়ে আপনার দক্ষতাকে বেশি মূল্য দেন।আপনি যদি দক্ষতার সাথে কাজ করেন তাহলে আপনার প্রমোশন পাবার সম্ভাবনা অনেক বেশি হয়।

Talk Doctor Online in Bissoy App