Call

আমরা অনেকেই আছি যারা গান বা ছবি দেখার জন্য ইয়ারফোন ইউজ করে থাকি। ইয়ারফোন আমাদের অজান্তেই কত যে প্রব্লেম করে বসে তা আমরা মোটেও জানিনা। গবেষকরা জানাচ্ছেন ৮৫ ডেসিবেলের বেশি শব্দ শ্রবণশক্তির ওপর প্রভাব ফেলে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। যে শব্দগুলো শ্রবণশক্তি কমায় ইএনটি সার্জন ড. ভিকাশ আগরওয়াল বলেন, ‘যখন আপনি উচ্চমাত্রার শব্দ শোনেন তখন আপনার কানের ভেতরে থাকা পাতলা চুলের মতো কাঠামো (এটি মস্তিষ্কে সঙ্কেতও পাঠায়) ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের বাইরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে। ফলে শ্রবণশক্তি নষ্ট হয়ে যায়। এ ধরনের ক্ষতিহতে পারে ক্রমাগত ইয়ারফোন ব্যবহার করায়। কানের ভেতর পাতলা চুলের মত কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়া মানে আপনার পুরো কানের কার্যক্ষমতাই নষ্ট হয়ে যাওয়া। তাই আমাদের প্রত্যেকের উচিত হবে কানের সুরক্ষকার জন্য ইয়ারফোন এর ব্যবহার কমিয়ে দেওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

হেডফোন কানে লাগিয়ে লম্বা সময় ধরে গান শুনলে কানের স্থায়ী সমস্যা সৃষ্টি হয়, যেমন কানে কমশোনা, কানের পর্দা স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ