আমার প্রতিদিন সকলে থুথু আসে কেন ? এটা প্রায় পাঁচ বছর ধরে হচ্ছে । আবার সকালে ব্রাশ করলে ঠিক হয়ে যায় । যত সময় ব্রাশ করবো না ততসময় থুথু হবে । সবাই ঠিক উত্তর দেবে । এটা কেন হয় ? এটা থেকে সেরে ওঠার উপায় কি ?
শেয়ার করুন বন্ধুর সাথে

এটা আপনার কৃমিজনিত সমস্যা। ঘুমানোর আগে ব্রাশ করুন এবং কৃমির ট্যাবলেট খেতে হবে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
DiptoMondol

Call
  • কৃমির কারনে এই সমস্যা বেশি দেখা দেয়।
  • অস্বস্তিকর একটি সমস্যার নাম হল কৃমি। ঘরোয়া কিছু উপায়ে এই কৃমির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। 
  • যেমন: রসুন, নারকেল, কাঁচা পেঁপে, মিষ্টি কুমড়োর বীচি, লবঙ্গ।
  • এছাড়া একটি কৃমি নাশক ঔষুধ আছে, Alven ds একটা রাতে খাবারের পর চুষে খাবেন আর একটা ৭দিন পর খাবেন।
  • এই ঔষুধ তিন মাস পর পর খেতে হয়।


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ