শেয়ার করুন বন্ধুর সাথে

নামের শুরু বা শেষে নায়ক, নায়েক বা নায়েব ব‍্যবহার করা হয়ে থাকে। নায়ক শব্দের অর্থ নেতা, যেমনঃ দেশনায়ক (দেশের নেতা)। নায়েক শব্দের অর্থও নেতা, যেমনঃ ভারতীয় সৈন‍্যবিভাগে সিপাইদের নেতাকে নায়েক বলে, আবার ধর্মনেতাকেও নায়েক বা নেতা বলা যেতে পারে। নায়েব শব্দের অর্থ প্রতিনিধি। খলিফা, নেতা বা প্রতিনিধিকে নায়েব বলে। সূত্রঃ বাংলা ডিকশনারী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ