Desktop এর মনিটর কত প্রকারের হয়? গেমিং এর জন্য কোনটি বেশি সুবিধাজনক এবং উন্নত মানের Picture quality দেয়।
Share with your friends

আমার জানামতে বর্তমানে নতুন সব কম্পিউটার এ LCD মনিটর লাগানো হয় ভালো ডিস্প্লের জন্যে। Intel UHD Graphics 1080p সংবলিত যেকোন ভালো মানের মনিটর গেমিং এর জন্যে বেস্ট, তাছাড়াও অসাধারণ পিকচার কোয়ালিটি পাওয়া যায় এধরনের মনিটর হতে। তবে এক্ষেত্রে অবশ্যই আপনার গ্রাফিক্স কার্ড ভালো মানের আর আপগ্রেডেড হতে হবে।

Talk Doctor Online in Bissoy App
Waruf

Call

মনিটরের নির্দিষ্ট কোন বিভাগ করা হয়না। তবে কাজের ধরণের উপর নির্ভর করে বেশ কয়েক প্রকার হতে পারে। সাধারনত ভাল রেজুলেশনের মনিটর সবাই চায় এটা কমন ব্যাপার তাই আপনি এইচডি বা ইউএইচডি মনিটর নিতে পারেন। তবে গেমিং এর জন্য অবশ্যই আমি একটা কথা বলব যেটা হয়ত আপনি শুনেননি এবং দোকানদারও এ ব্যাপারে আপনাকে তেমন কিছু বলবে না কারন এই ব্যাপারটি তেমন প্রচলিত নয়। নিজ দায়িত্বে খুজে নিতে হবে। ভাল হবে যদি, যে মনিটর আপনি পছন্দ করবেন সেটি সম্পর্কে ইন্টারনেটে জেনে নেন। বিষয়টা হচ্ছে রেসপন্স টাইম ও গ্রে স্কেল। যদিও গ্রাফিক্স ডিজাইন কাজের জন্য গ্রে স্কেল বিষয়টা বেশি গুরুত্বপুর্ণ তাই গেমিং এর জন্য এটি বিবেচনা না করলেও চলবে । কিন্তু অবশ্যই রেসপন্স টাইম কম হতে হবে । রেসপন্স টাইম রেট রেঞ্জ ৫ মিলি সেকেন্ড হলে ভাল হবে। সুইট স্পট ১ মিলি সেকেন্ড । রিফ্রেশ রেট ৭৫ হার্জ এর বেশি হতে হবে। সুইট রিফ্রেশ রেট ১৪৪ হার্জ। যদিও উপরের সব গুলো বিষয় হয়ত আপনি পাবেন না। এবং এইগুলো যত ভাল হবে গ্রে স্কেল ততটা খারাপ হতে পারে।  মোটামুটি রেসপন্স টাইমটা আপনি দেখে নিবেন। আর হ্যা অবশ্যই বিবেচনা করবেন যে, আপনি গেমিং এর জন্য ৫ মিলি সেকেন্ড রেট রেসপ্নস টাইম বা এর কমে পেলেন যেটা ভাল। সেটা কিনে দেখা গেল আপনি গ্রাফিক্স ডিজাইনের সময় সুন্দর চমকালো ছবি পাচ্ছেন না তখন যেন মনে মনে আমাকে বকা দিয়েন না। কারন রেসপন্স রেট যত কম হয় ততই গ্রে স্কেল কমতে থাকে যা চকমকে সুন্দর ছবি দিতে ব্যর্থ হয়। আবার ধরুন আপনি সুন্দর ছবির জন্য বাছাই করে গ্রে স্কেল বেশি যুক্ত মনিটর নিলেন সেটা আপনাকে সুন্দর ছবি দিতে পারলেও তার রেসপন্স টাইম বেশি থাকায় গেম খেলার সময় মনে হবে যেন ছবি(ভিডিও গুলো) স্লো চলছে। বিষয়টা বেশ জটিল কিন্তু কাজেই ভেবে দেখবেন। 

Talk Doctor Online in Bissoy App