শেয়ার করুন বন্ধুর সাথে
Waruf

Call

শুধু মাত্র কয়েকবার ভূল উত্তর দিলেই ব্লক করা হবে কেন ভাইয়া? এখানে বিশেষজ্ঞগন, সনন্বয়কগন আছেন ভূল উত্তরগুলো নিয়ন্ত্রন করার জন্য, কাজেই ভূল উত্তর পড়লে তা লুকায়িত রাখা হয়। ইউজারগন বিব্রত হবেন কেন? অবশ্য মাঝে মাঝে হয় দ্রুত বিষয়টা চোখে পড়েনা, কিন্তু সেক্ষেত্রে আপনিও দায়িত্ব পালন করতে পারেন। লিংকসহ একজন বিশেষজ্ঞকে আপনি মেসেজ করে জানান যে ভুল উত্তর পড়েছে। এতে বরং আপনারই একজন জ্ঞানী দায়িত্ববান হিসাবে বিশেষজ্ঞ পদের সম্মান পেতে সুবিধা হবে। অন্যদিকে ভিন্ন ধরনের উত্তর হলেই কিন্তু ভূল হিসাবে ব্লক করা ঠিক নয়। আমরা এখানে এসেছি জানতে, জানাতে। কাজেই শুধু ভুল উত্তরের জন্য ব্লক করলে ঐ ব্যক্তি শিখবে কি করে। কার কাছে যাবেন যদি আমাদের মত সবাই ফিরিয়ে দেয়।। সেই ইউজার ব্লকের যোগ্য বলে বিবেচিত হতে পারেন যিনি না আচার ব্যবহারে সুন্দর নন। নিজের ভূল উত্তর নিয়া ঝগড়া করেন। অন্যের সাথে শত্রুতাপুর্ন মনোভাব পোষন করেন। বিস্ময়ের নীতিমালার পরিপন্থি বিষয়গুলো স্বীকার না করে তর্ক করেন। এক কথায় যাহার এক্টিভিটির জন্য বিস্ময়ের কম্যুনিটিগনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। সুনাম নষ্ট হয়।  এবং ইল্লিগাল এক্টিভিটি পরিলক্ষিত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ