আমার itel স্কীনটাস ফোনের পিন লগ ভুলে গেছি। এখন কীভাবে আমি বাড়িতে ফোনটি খুলবো? প্লিজ প্লিজ বলবেন কেউ।
Share with your friends

াআপনি ফ্লাশ দিলেই আপনার ফোনের লক  কেটে যাবে। সাথে মোবাইলের সকল কিছু কেটে যাবে।

Talk Doctor Online in Bissoy App
Call
আপনি আপনার ফোনের লক খুলতে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন । Power button ও volume button+ একসাথে চেপে ধরুন। দেখবেন কিছু প্রোগ্রাম আসবে । সেখান থেকে Factory data reset এ ক্লিক করুন তারপর yes এ ক্লিক করবেন ব্যাস লক খুলে যাবে । না বুঝলে মন্তব্য করুন ।
Talk Doctor Online in Bissoy App
Call

আগে ফোনটি অফ করুন।তারপর পাওয়ার বাটন এবং ভলিউম বাটন এক সাথে চেপে ধরুন।দেখবেম আপনাকে ফোন Rest factory সহ অন্যান্য মুডে নিয়ে যাবে।মনে রাখবেন এই মুডে গেলে আপনার টাচ স্ক্রিন কাজ না ও করতে পারে।কাজ না করলে ছিনতার কিছুই নেই আপনাকে আপনার ভলিউম বাটন দিয়ে ফোন কনট্রোল করতে হবে।সো আপনি ওই অফশন গুলো থেকে Factory data reset এই ধরনের অফশন পাবেন এবং পাওয়ার বাটন বা ভলিউম ডাউন বাটন দিয়ে ওই অফশনটি সিলেক্ট করে ওকে দিন।দেখবেন আপনার ফোন রিসেট হয়ে গেছে।এই পদ্ধতি অনুশরণ করে ও যদি সাকসেস হতে না পারেন আপনার ফোনের মডেলটি দিয়ে নিছে একটা রিপ্লাই করবেন। তারপরের সলিউশনটা ও বলে দেবো।  ধন্যবাদ।

Talk Doctor Online in Bissoy App