আপনাকে ধন্যবাদ বিস্ময়ে প্রশ্ন করার জন্য। এক কথায় বুঝে নিন Am, Is, Are, Was, Were ও সব Auxiliaries এর পরে শুধুমাত্র তখনই মূল ভার্ব এর Past Participle বসে যখন সেটি active voice না হয় passive voice হয়। উদাহরনঃ My smartphone was stolen last night. ভাই এবার বলেন, smartphone কি নিজে নিজে চুরি হতে পারে ? পারে না । তাই সেই passive। আর এ কারনেই was এর পর মূল verb এর Past Participle বসেছে। Clear???

Talk Doctor Online in Bissoy App

Am, is, are, was, were এর পর মূল ক্রিয়া (main verb) past participle হলে sentence টি passive voice !!! Passive voice হওয়ার কারণে helping verb এর পর verb এর past participle form হয় !! উদাহরণ: The work is done by me . এখানে কাজটা কি নিজে নিজে হয়েছে?? না, কাজটি আমাকে দ্বারা হয়েছে ।। আশা করি উত্তর পেয়েছেন!!

Talk Doctor Online in Bissoy App