শেয়ার করুন বন্ধুর সাথে

কোন উপকার নাই। এ মাটি সাধারণ মাটির মতোই কাজ করে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

  মুলতানি মাটি ব্যবহারে ত্বকের অতিরিক্ত তেল নিঃসৃত হয়। তৈলাক্ত ত্বকের জন্য বেশ কার্যকরী। তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে মুখে লাগান। উপকার পাবেন।

  শুষ্ক ত্বকের জন্য মুলতানি মাটির সঙ্গে কাঁচা দুধ ও আমন্ড পেস্ট মিশিয়ে মুখে লাগাতে পারেন। তবে বেশি শুষ্ক ত্বকে এটি ব্যবহার না করাই ভালো।

  ব্রণ নিয়ে সমস্যায় মুলতানি মাটি, টমেটোর রস, কাঁচা হলুদ ও স্যানডালউড পাউডার মিশিয়ে মুখে লাগাতে পারেন। প্যাকটি ক্লিনজার হিসেবে দারুণ। সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন। মুখের দাগ দূর হবে।

  ত্বকে সানট্যানের সমস্যায় মুলতানি মাটি সমানভাবে কার্যকর। সামান্য আমন্ড অয়েল বা ক্যাস্টর অয়েলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে লাগান। উপকার পাবেন।

  আমন্ড গুঁড়া করে গ্লিসারিন এবং এক চা চামচ মুলতানি মাটি মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিন। স্ক্রাবটি মুখে হালকা করে ঘষুন। ব্ল্যাকহেডস এবং হোয়াইট হেডসের সমস্যা দূর হবে।

  ত্বকের বার্ধক্যের ছাপ কমায় মুলতানি মাটি। এক চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চা চামচ টক দই ও ডিমের সাদা অংশ মিশিয়ে প্যাক হিসেবে ব্যবহার করুন। প্যাকটি ত্বক টানটান করবে।

  অতিরিক্ত ব্রণের সমস্যায় নিম পাতা বেটে মুলতানি মাটির সঙ্গে মিশিয়ে মুখে লাগান। নিয়মিত ব্যবহারে ব্রণের সমস্যা কমে যাবে।

  হাত-পায়ের রং মুখের রং থেকে আলাদা! পরিমাণ মতো মুলতানি মাটি, বেসন এবং কাঁচা হলুদ বাটা মিশিয়ে ব্যবহার করুন। ৩০ মিনিট পর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি হাত পায়ের ত্বক উজ্জ্বল এবং নরম করে।

তথ্যসূত্র


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Ronu

Call
মূলতানি মাটির উপকারিতা নিচে দেওয়া হলো -


- ডিমের সাদা অংশ, সামান্য লেবুর রস ও মূলতানি মাটি মিশিয়ে মুখ্র লাগালে বয়সের ছাপ দূর হয়।
- গোলাপ জল, সামান্য মধু ও মূলাতানি মাটি মিশিয়ে মুখ ধুয়ে নিলে ত্বকের শুষ্কতা দূর হয়।
- অ্যালোভেরা রস ও মূলতানি মাটি মিশিয়ে মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে নিলে ব্লাকহেডস ও হোয়াইটহেডস এর সমস্যা দূর হয়।
- ২ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ওটমিল এবং মূলতানি মাটি মিশিয়ে মুখের প্রয়োগ করলে ব্রণ দুর হয়।
- কাঁচা দুধ, গোলাপ জল ও মূলতানি মাটির পেস্ট মুখে লাগালে বলিরেখা দূর হয়।
- হাতপায়ের কালোদাগ দূর করতে বেসন ও মূলতানি মাটি এবং দুধের পেস্ট কার্যকরী।
- সামান্য লেবুর রস ও মূলতানি মাটি মিশিয়ে পেস্ট চোখের নিচের কালোদাগ দূর করতে কার্যকরী।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ