আপনার প্রশ্নে বর্ণিত বাক্যটি নিম্নের কথার দিকেই ইঙ্গিত করে:


পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন-

 كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ثُمَّ إِلَيْنَا تُرْجَعُونَ

জীবমাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে।অতঃপর তোমরা আমারই কাছে প্রত্যাবর্তিত হবে। সূরা আনকাবূত: আয়াত ৫৭। মৃত্যুর পর প্রতিটি মুসলমানকে স্বাভাবিকভাবে সকল দুনিয়াবী রীতিনীতি সম্পন্ন করার পর  ছোট্ট মাটির ঘর কবরে রেখে আসা হয়মৃতের কাছের মানুষগুলোও কবরের সন্নিকটে বাস করলেও তারই পাশে অবস্থানরত তারই নিকট আত্মীয় কেমন আছে তা কেউই বলতে পারে না।আর এটাই বাস্তবতা।তাই কেউ যত বিত্ত-বৈভবের মালিকই  হোক না কেন তাকে একদিন চির নিদ্রায় শায়িত হতেই হবে। এবং তাকে তার ধন সম্পদ মাটির কবরে শায়িত হতে বাঁধা হবে না। তার দৈহিক ও অর্থ শক্তি মৃত্যুর সাথে সাথে খর্ব হবে। আর তাকে খালি হাতে মাটির ঘরে একাকি পড়ে থাকতে হবে।মহান আল্লাহ আমাদেরকে উত্তম পরিসমাপ্তি দান করুন।আমীন।

     


ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ