Call

মুল্লুক অর্থ দেশ, রাজ্য, শাসনের অঞ্চল ইত্যাদি।  'জোর যার মুল্লুক তার' কথাটি বলতে যার বেশি শক্তি, ক্ষমতা শাসন তার হাতে এরকম বোঝানো হয়েছে। অথবা কোনো কিছুর স্বত্ত্ব অর্থেও বলা যায় যে যার বেশি শক্তি, ক্ষমতা স্বত্ত্বও তার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Call
কথাটিতে "জোর" শব্দটি মূলত "ক্ষমতা" অর্থে ব্যবহৃত হয়েছে।
আর "মুল্লুক" বলতে "কোনো এলাকা বিশেষ"-কে বোঝানো হয়েছে।
আর "জোর যার মুল্লুক তার" কথাটির অর্থটার অর্থ মূলত "কোনো এলাকায় যার বা যাদের ক্ষমতা বেশি সেই এলাকায় তার অধিকার বেশি।"যখন কোনো এলাকায় বা জায়গায় ক্ষমতার অপব্যবহার হয় তখন এটা বুঝাতেই এই কথাটি ব্যবহার করা হয়।
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ