এখানে ত্রিভুবন বলতে বোঝানো হয়েছে সমগ্র পৃথিবী কে সঙ্গে সঙ্গে সমস্ত মহাবিশ্বকে এবং এখানে বলা হয়েছে যে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায় কথাটির অর্থ হচ্ছে সমগ্র মহাবিশ্বের প্রিয় একটি ব্যক্তি যে এই পৃথিবীতে এসেছে বা জন্মগ্রহণ করেছে এবং আয়রে সাগর বাতাস দেখবি যদি আয় এই কথাটির অর্থ হচ্ছে সাগর আকাশ এবং বাতাস কে আমন্ত্রণ জানানো হচ্ছে সেই বিশেষ ব্যক্তিটি কে দেখার জন্য  ধন্যবাদ

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

"ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়" কথাটিতে হযরত মোহাম্মদ (স) এর জন্মের কথা বলা আছে।যার অর্থ পুরো বিশ্বের প্রিয় হযরত মোহাম্মদ (স) দুনিয়ায় এসেছে (জন্ম হয়েছে)।আর "আয়রে সাগর, আকাশ, বাতাস দেখবি যদি" আয় বলতে বোঝানো হয়েছে মহানবি(স)এর মত একজন বান্দাকে সবাই দেখত চায়।এই কথাটি দিয়ে তাদের মোহাম্মদ(স) দেখার জন্য ডাকা হয়েছে।অতএব পুরু কথাটির অর্থ হচ্ছে পুরো বিশ্বের প্রিয় হযরত মোহাম্মদ(স) জন্মগ্রহন করেছে।তাকে যারা দেখতে চাও চলে আসো।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ

ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়ায়। আয়রে সাগর-আকাশ-বাতাস, দেখবি যদি আয়৷

ত্রিভুবন অর্থ স্বর্গ, মর্ত্য ও পাতাল৷ এখানে ত্রিভুবন দ্বারা উভয় জগতকে বুঝানো হয়েছে৷ অর্থাৎ দুনিয়া ও আখেরাতের প্রিয় ব্যক্তিত্ব হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন তথা জন্মগ্রহণ করেছেন৷ আর সাগর, আকাশ, বাতাস তথা দুনিয়ার সমস্ত মাখলুককে ডেকে বলা হচ্ছে, তোরা যদি দেখতে চাস তাহলে এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখে নিজেকে ধন্য করে নে৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ