WiFi এর  connected password কিভাবে দেখতে পারব???
Share with your friends

সাধারণত দেখা যায় না । তবে ফোন রুট করে নিলে দেখতে পারবেন ।

Talk Doctor Online in Bissoy App
Call

শাওমি এবং লেনোভো নতুন মডেলে রুট ছাড়াই পাসওয়ার্ড দেখা যাবে।অন্যান্য কোম্পানির মোবাইল দিয়ে দেখতে হলে রুট করতে হবে।  রুট ছাড়া শাওমি/লেনোভো মোবাইলে কানেক্ট পাসওয়ার্ড দেখার পদ্ধতি  wifi অপশনে গিয়ে দেখবেন শেয়ার পাসয়ার্ড অপশন পাবেন সেখানে ক্লিক করলে QR. কোড পাবেন। কোডটি স্ক্রিনশট করে রাখুন,এখন QR Code স্ক্যানার অ্যাপসে গিয়ে গ্যালারি থেকে স্ক্রিনশট সিলেক্ট করুলে কানেক্ট করা পাসওয়ার্ড দেখতে পারবেন। অন্য কোম্পানির মোবাইলগুলোতে রুট করে Wifi passward viewer Apk দিয়ে কানেক্ট করা ওয়াই-ফাই পাসওয়ার্ড দেখতে পারবেন।

Talk Doctor Online in Bissoy App