শেয়ার করুন বন্ধুর সাথে
Call

বাসর সাজানোর প্রাথমিক ধাপ হিসেবে আগেই রুমটা দেখে, মাপঝোঁক বুঝে নেওয়া দরকার। এরপর ঘরের বেসিক রংটাও দেখে নিন। ঘরে আসবাবপত্র যেমনই থাকুক, চেষ্টা করুন বিছানাটা ঘরের মাঝামাঝি সেট করতে। এতে ফোকাসটা বিছানাতে থাকবে। বিছানার চাদরে রং ব্যবহার করতে পারেন। তবে সেটাও নির্ভর করছে ফার্নিচার আর দেয়ালের রং এবং পর্দার রঙের উপরে। ঘরে দুই ধরনের লুক আনতে পারেন। একটা হচ্ছে খুব ট্র্যাডিশনাল গর্জিয়াস লুক। যেটা মূলত গাঁদা- গোলাপের সংমিশ্রণে হয়ে থাকে। এই লুকটাতে ঘরের রং যেমনই হোক পর্দায় লালের দিকের কোনো গাঢ় রং ব্যবহার করুন। আর আসববগুলো কাঠের হলেই বেশি মানাবে। ইন্টেরিয়রে খুব বেশি পরিবর্তন আনতে ঘরের আসবাবগুলো একটু রিঅ্যারেঞ্জ করুন। কিন্তু মনে রাখবেন প্রয়োজনীয় সবকিছুই যেন হাতের কাছে থাকে। এবারে বড় গাঁদাফুলের মালা কিনে সেগুলো সিলিং থেকে একাধারে ছড়িয়ে দিন খাটের চারপাশে। কিছু মালা পর্দার গা ঘেঁষে ঝুলিয়ে দিন। ফ্লোরে চেষ্টা করুন কার্পেট রাখতে। আর গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়ে দিন বিছানা আর মেঝেতে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ