Call

অ্যালকিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তা দুটি 

পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যেতে পারে৷ 

যথাঃ ১৷ ব্রোমিন সংযোজন

          ২৷ অ্যালকিনের জারন

ব্রোমিন সংযোজনঃ 

অ্যালকিন কমলা-লাল বর্ণের ব্রোমিন গ্যাস বা ব্রোমিন পানির সাথে বিক্রিয়ায় 1,2-ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করে৷ বিক্রিয়ার ফলে ব্রোমিনের বর্ণ বিনষ্ট হয়৷ এই বিক্রিয়ার মাধ্যমে 

 অসম্পৃক্ত হাইড্রোকার্বনে শনাক্ত করা যায়৷

CH2=CH2 + Br2  → CH2Br-CH2Br


অ্যালকিনের জারনঃ 

অ্যালকিনকে লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে অ্যালকিন গ্লাইকল উৎপন্ন হয়৷ এই লঘু জলীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপী বা বেগুনি বর্ণ বিনষ্ট হয়৷ এই বিক্রিয়ার মাধ্যমে অসম্পৃক্ত হাইড্রোকার্বন সনাক্ত করা যায়৷

CH2=CH2 + H2O + [O] → CH2(OH)-CH2(OH)


বিশেষ দ্রষ্টব্যঃ  [O] হলো জায়মান অক্সিজেন৷

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ