Jamiar

Call

যেহেতু সঠিক সময়ে ইমার্জেন্সি নোরিক্স পিল খাওয়াইছেন সেক্ষেত্রে প্রেগন্যান্ট হওয়ার  কোন সম্ভাবনা নেই। অপেক্ষা করুন মাসিক হবে। 

আসলে ইমার্জেন্সি নোরিক্স পিল সেবন করার ফলে  পরবর্তী মাসিক গুলো ২/১ সপ্তাহ পিছিয়ে যেতে পারে  বা আগে হয়ে থাকে সেক্ষেত্রে অপেক্ষা করুন অবশ্যই মাসিক হবে। 

যেহেতু ইমার্জেন্সি নোরিক্স পিল খেয়েছেন সেক্ষেত্রে এই পিলের পার্শ্বপ্রতিক্রিয়া গুলো জেনে রাখুন। 

  1. বমি বমি ভাব এবং প্রচুর বমি হওয়া।
  2. অস্থির পেট ব্যথা।
  3.  মাথা ঘোড়ানো
  4. মাথা ব্যাথা ।
  5. মাসিকে  অনিয়ম। 
  6. শরীর লেলিয়ে পড়া  বা শরীর দুর্বল লাগা।
উপরোক্ত পার্শ্বপ্রতিক্রিয়া গুলো প্রভাব ফেলতে পারে তাই দুশ্চিন্তা করবেন না। অপেক্ষা করুন মাসিক অবশ্যই হবে।
ধন্যবাদ। 
ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ