আমার স্ত্রীর ২০ তারিখ মাসিক শুরু হয় এবং ২৩ তারিখ শেষ হয় আমরা ২৫ তারিখ মিলন করি এখন গর্ভধারণের কি সম্ভাবনা আছে?
শেয়ার করুন বন্ধুর সাথে
সময়

Call

৯৫% সম্ভাবনা গর্ভ সঞ্চার না হবার। এই সময়ে ডিম্বাণু খুবই দূর্বল থাকে তবে শতভাগ নিশ্চিত করা সম্ভব নয় কারণ দূর্বলতা সত্বেও কখনো কখনো অনেকের এই সময়ে মিলন করে ও গর্ভ সঞ্চার হতে দেখা গেছে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ
Porimolray

Call

যদিও আপনারা নিরাপদ সময়ের মধ্যে সেক্স করেছেন তথাপি দিনটা ছিল প্রায় ঝুকিপুর্ন দিনের কাছাকাছি অথাৎ যদিও এ সময় ফেনোপিয়াল নালিতে শুক্রাণু থাকে না তবে শুক্রাণু যৌনিতে ১/২দিন অনায়াসে বাচতে পারে। তাই কিছুটা সম্ভাবনা থেকেই যায় গর্ভবতী হওয়ার।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ