২০১২ সালে ssc আর ২০১৫ hsc পরিক্ষা দিয়েছি। এখন আমার জন্য কানাডার ভার্সিটিতে কি পড়াশোনার সুযোগ আছে 



Share with your friends

জি আছে। আমাদের দেশে আমরা ক্লাস ৬ থেকে ১০ কে হাইস্কুল এবং ১১-১২ কে কলেজ বলি। কিন্তু ওদের দেশে ক্লাস ৯ থেকে ১২ পর্যন্তকে হাইস্কুল বলে। আমাদের এসএসসি সার্টিফিকেট এর বলতে গেলে প্রায় কোনো গুরুত্ব নেই ওদের ওখানে। যদি আপনি কানাডায় B.Sc করতে চান তবে আপনাকে কিছু পরিক্ষা দিতে হবে Sat নামক। B.A,B.Com  এক্সামে দেয়া লাগবে না। অবশ্য এই নিয়ম নরমাল ভার্সিটির জন্য। হাই-ফাই ভার্সিটির অন্যান্য ফর্মালিটি আছে। 

Talk Doctor Online in Bissoy App